বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে শিবিরের ভিপি প্রার্থীর পাল্টা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:২০

শেয়ার

জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে শিবিরের ভিপি প্রার্থীর পাল্টা অভিযোগ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তকে দায়ী করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।

তিনি বলেন, ‘ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনার সিদ্ধান্ত ভুল ছিলো। এই ভুলের কারণে আমরা একজন শিক্ষিকাকে হারিয়েছি।’

শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষিকার মরদেহ আনতে গিয়ে আরিফ উল্লাহ আদিব এই অভিযোগ করেন।

আদিব আরও অভিযোগ করেন যে, একটি রাজনৈতিক দল ভোট কারচুপির কোনো ঘটনা না ঘটলেও রাজনৈতিকভাবে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।

এ ছাড়া কারচুপির বিষয় তোলে ধরে আরিফ উল্লাহ আদিব বলেন, ‘জাকসু নির্বাচনে ভোট কারচুপির মতো কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিকভাবে তকমা লাগিয়ে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে একটি দল। এর নিন্দা জানাচ্ছি।’

এর আগে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে পড়েন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।



banner close
banner close