বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৯

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৬

শেয়ার

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু
কোলাজ: বাংলা এডিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতি গিয়ে একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

শুক্রবার সকালে সিনেট ভবনের গণনাকেন্দ্রে জান্নাতুল ফেরদৌস হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয় জাকসু নির্বাচনে। এরপর সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণনা। সারা রাতের পর এখনো চলছে গণনা। শুক্রবার দুপুর নাগাদ ফল ঘোষণা হতে পারে বলে জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ।



banner close
banner close