গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর ওপর সহপাঠীর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী নাফিসকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিএসই বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় সহপাঠী হৃদয় নাফিসকে অনুসরণ করে ঘোড়াপীর মাজারসংলগ্ন এলাকায় আটকিয়ে মারধর করেন। এসময় বহিরাগত এক ব্যক্তি হামলায় অংশ নেয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত নাফিস অভিযোগ, পূর্বশত্রুতার জেরে হৃদয় বহিরাগতসহ তার ওপর হামলা চালান। “তারা আমাকে রক্তাক্ত করে ফেলে। এরপর হুমকি দেয় প্রতিদিন মারবে। এখন আমি জীবন নিয়ে আতঙ্কে আছি।”
এ ঘটনার প্রতিবাদে বুধবার সিএসই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে তারা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্টর বিষয়টি গুরুত্ব দেননি।
প্রক্টোরিয়াল বডির সদস্য ড. মো. আলী আজম খান বলেন, “প্রক্টর স্যার হয়তো ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে আমলে নিতে পারেননি। তবে যেহেতু অভিযোগ এসেছে, প্রক্টোরিয়াল বডির মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হবে।”
অভিযুক্ত হৃদয় হামলা কথা স্বীকার করে বলেন, র্যাগি বাধা দেওয়া নিয়ে নাফিসের সঙ্গে বিরোধ তৈরি হয়। ক্লাসে সমাধানের চেষ্টা করলে নাফিস আমার ওপর ক্ষিপ্ত হয়।
এ ঘটনায় সিএসই বিভাগে থমথমে পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।
আরও পড়ুন:








