সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

জাকসু নির্বাচন: নজরুল হলে সন্ধ্যার পরেও চলছে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১৫

শেয়ার

জাকসু নির্বাচন: নজরুল হলে সন্ধ্যার পরেও চলছে ভোট গ্রহণ
জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে সন্ধ্যা সাড়ে ৬টায়ও ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে।

কেন্দ্রটির নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, যতক্ষণ ভোটাররা লাইনে দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

কবি নজরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “যতক্ষণ ভোটার আসবে, আমরা ভোটগ্রহণ চালিয়ে যাব। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। দরকার হলে আমাদের কেন্দ্রের ভোট সবার শেষে জমা দেব। নির্বাচন শিক্ষার্থীদের জন্যতাদের ভোট নেওয়া আমাদের দায়িত্ব।

এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার সময়সীমা ছিল বিকেল ৫টা পর্যন্ত। তবে শিক্ষার্থীদের উপস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ছাত্র হাজার ১১৫ জন এবং ছাত্রী হাজার ৭২৮ জন। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা অনুষ্ঠিত হবে।

ভোটকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে হাজার ৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি পাঁচ প্লাটুন আনসার।



banner close
banner close