সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৭

শেয়ার

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা শুরু হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছাত্র ১১টি হলে ভোটার সংখ্যা হাজার ৯৬৫ এবং ছাত্রী ১০টি হলে ভোটার সংখ্যা হাজার ৯৫৪।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ছাত্রশিবির, ছাত্রদল স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নেয়।

তবে বিকেল গড়াতেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। কারচুপি অনিয়মের অভিযোগ তুলে বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

তিনি অভিযোগ করেন, “আমরা জানতাম নির্বাচন পাতানো। তাজউদ্দীন হলে ভোটার লিস্টে ছবি না থাকায় দুই ঘণ্টা নির্বাচন বন্ধ ছিল। ২১ নম্বর হলে মব সৃষ্টি হয়, যার পেছনে ছিল ছাত্রশিবির। জাহানারা ইমাম হলে মব তৈরি করে বিশৃঙ্খলা করা হয়েছে। মেয়েদের হলে একই শিক্ষার্থীকে আইডি কার্ড পরিবর্তন করে বারবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা নির্বাচন বর্জন করছি।

বিকেল থেকে ভোট বর্জনের পর ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।



banner close
banner close