জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর একটি কোম্পানি থেকে সরবরাহ করা ব্যালট ব্যবহার করে কারচুপির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মাওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, নিয়মিত ক্রয় প্রক্রিয়া না মেনে ওই কোম্পানি থেকে ব্যালটপেপার ও ওএমআর মেশিন আনা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের চাপে ভোট গণনায় ওএমআর মেশিনের ব্যবহার বন্ধ করা হলেও একই কোম্পানির ব্যালটপেপার দিয়েই নির্বাচন চলছে।
শেখ সাদী বলেন, আমরা মনে করি, ছাত্রশিবির ওই কোম্পানি থেকে আলাদা ব্যালট সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার নীলনকশা করছে। নির্বাচন কমিশনকে নতুন ব্যালট ব্যবহারের দাবি জানালেও তারা আমাদের দাবি মানেনি। এই পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরও দাবি করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন, এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।
ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে। শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন আছে ১৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার।
আরও পড়ুন:








