জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে প্রবেশ করায় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসানকে ঘিরে হট্টগোলের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে থাকা ছাত্রীরা তার প্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বের করে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। দুপুর পৌনে ১টা পর্যন্ত কেন্দ্রটিতে হট্টগোল চলছিল বলে জানা গেছে।
এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন ও ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।
নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন:








