বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জাকসু নির্বাচন; ভোট শেষে আঙুলে কালি না দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০০

শেয়ার

জাকসু নির্বাচন; ভোট শেষে আঙুলে কালি না দেওয়ার অভিযোগ
জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর ভোটারদের আঙুলে কোনো ধরনের কালি বা চিহ্ন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিভিন্ন আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলসহ বিভিন্ন হলে ভোট দিয়ে বের হওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আঙুলে কোনো প্রকার অমোচনীয় কালি বা চিহ্ন দেওয়া হয়নি।

বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দায়িত্বে থাকা পোলিং অফিসার সাংবাদিকতা গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “নির্বাচন কমিশন থেকে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের কাছে সেই ব্যবস্থাও নেই।

অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি বলেন, “বেশ কয়েকটি হলে একই অভিযোগ পাওয়া গেছে। পুরো বিশ্ববিদ্যালয়ে একই নিয়মে ভোটগ্রহণ করতে হবে।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সমাধানের চেষ্টা করছি।



banner close
banner close