ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ফাতিমা তাসনিম জুমা।
ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী জুমা পেয়েছেন ১০ হাজার ৬৩১ ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম। তিনি পেয়েছেন দুই হাজার ৪৭০ ভোট।
এর আগে, জুমাসহ শিবিরের অন্য নারী প্রার্থীদের ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে ইনবক্সে পাঠাচ্ছে ছাত্রদল— এমন অভিযোগ করেছেন ছাত্রশিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটপ্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।
একইসঙ্গে তাদেরকে হুমকি দিচ্ছে তারা যদি নির্বাচন থেকে সরে না আসে তাহলে এসব অশ্লীল ভিডিও সামনে আনা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:








