ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ঐতিহাসিক জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে মনোনীত প্রার্থী আবু সাদিক কায়েম।
নির্বাচনে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার ৬৫৮ ভোট।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রবেশ করতেই নতুন নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েমকে সংবর্ধনা জানায় শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থী ফুল দিয়ে বরণ করে নেয় তাকে।
সাংগঠনিকভাবে কোনো ছাত্রসংগঠন নয়, সাধারণ শিক্ষার্থীরাই এই সংবর্ধনার আয়োজন করে এমন দাবি করে অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন:








