সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৫২

শেয়ার

ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ
ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ

পরিকল্পিত কারচুপির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসার সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি ঘোষণা দেন।

আবিদুল ইসলাম খান বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নেওয়া হয়েছে। এই পরিকল্পিত প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।

তিনি অভিযোগ করেন, শুরু থেকেই তার প্যানেলের প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ভোটগ্রহণে নানা অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে।

ডাকসুর নির্বাচনে কারচুপির অভিযোগ আগেই তুলেছিল ছাত্রদল সমর্থিত প্যানেল। তবে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে।



banner close
banner close