ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেছেন, ‘এই নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বিনির্মাণ করতে চাই।’
মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হওয়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম আরও বলেন, ‘আমরা চাই এই নির্বাচন সারাদেশে গণতন্ত্র চর্চার একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হোক। এজন্য প্রত্যেক প্রার্থীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আর কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, বা কমিশন কোনো পক্ষকে বাড়তি সুবিধা দেয়, তবে সেটা শিক্ষার্থীদের অধিকার হরণ করার শামিল হবে।’
তিনি নির্বাচন কমিশনকে আহ্বান জানান, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যেনো তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।
এদিকে, এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। হল সংসদের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।
আরও পড়ুন:








