বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৩

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৫

শেয়ার

ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন
ছবি: সংগৃহীত

ছয় বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচন। সকাল আটটায় একযোগে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। এরআগে সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় বইছে উৎসবের আমেজ।

নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকাসহ বিভিন্ন হলের অভ্যন্তরে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে, অনেকে বন্ধুদের নিয়ে ভোট দিতে এসেছেন, কেউবা প্রথমবারের মতো ভোট দেয়ার অভিজ্ঞতা নিতে পেরে উচ্ছ্বসিত।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে একই কেন্দ্রে ভোট দেন শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ভোট দেয়ার পর নিজের প্রতিক্রিয়া জানান সাদিক।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সার্বক্ষণিক তদারকি করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, ডাকসু নির্বাচন গণতন্ত্র চর্চার একটি বড় দৃষ্টান্ত।



banner close
banner close