সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচন: স্বচ্ছতা আনতে ভোট গণনা দেখা যাবে এলইডি স্ক্রিনে

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১২

শেয়ার

ডাকসু নির্বাচন: স্বচ্ছতা আনতে ভোট গণনা দেখা যাবে এলইডি স্ক্রিনে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রদর্শনের জন্য প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা সরাসরি দেখানো হবে।

চিফ রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘ভোট গণনায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। আট কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে। কমিশনের হিসাব অনুযায়ী, প্রতি ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করা সম্ভব হবে।



banner close
banner close