সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০০

শেয়ার

নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যা
সুমাইয়া আফরিন পিংকি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রবিবার ( সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১২টার মধ্যবর্তী সময়ে কুমিল্লা নগরীর নং ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় হাতেখড়ি আনন্দ পাঠশালা স্কুল সংলগ্ন ভাড়া বাসায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আফরিন পিংকি (২৩) তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর মায়ের নাম ফাতেমা আক্তার (৫২) পাঁচ সদস্যের পরিবারের মধ্যে কিছুদিন আগে তাঁর বাবা মারা যান। এছাড়া বর্তমানে বাবা-মা বোনকে হারিয়ে দুই ভাই রয়েছেন পরিবারে।

সিসি টিভি ফুটেজ অনুযায়ী, রোববার সকাল ৮টা মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় টুপি পাঞ্জাবি পাজামা পড়া বাসায় প্রবেশ করে, বেলা ১১টা ২২ মিনিটে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাসা থেকে বের হতে। আবারও বেলা ১১টা ৩৪ মিনিটে বাসায় প্রবেশ করেন তিনি। তবে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোন সিসিটিভির ফুটেজ পাওয়া য়ায়নি।

বুধবার রাত ১১ টায় ৯৯৯ কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায় নিহতের ভাই। এরপর পুলিশ সেখানে গিয়ে লাশ মর্গে নিয়ে আসে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মরদেহ দুইটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রক্টর অধ্যাপক . আবদুল হাকিম বলেন, 'ঘটনাস্থলে গিয়ে মনে হচ্ছে ঘটনার গভীরতা অনেক৷ সুস্থ তদন্তের মাধ্যমে এর বিচার যতদ্রুত সম্ভব করতে হবে।

এদিকে কুবি শিক্ষার্থী তার মাকে হত্যা এবং কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবণতির প্রতিবাদে কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



banner close
banner close