রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক ও জুলাই ঐক্যের সংগঠক, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ফাহিম ফারুকী মূলত একজন সচেতন লেখক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত। তিনি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রিক প্রতিষ্ঠান ‘তরুণ’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
শিক্ষাজীবনে ফাহিম বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ছাত্ররাজনীতি, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে সক্রিয় এই তরুণ প্রার্থী দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে আসছেন।
মনোনয়ন জমা দেয়ার পর ফাহিম ফারুকী বলেন,“রাকসু কেবল একটি নির্বাচনী আয়োজন নয়; এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত, অধিকার এবং স্বপ্নের বহিঃপ্রকাশের মঞ্চ। আমি বিশ্বাস করি, মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে আমি শিক্ষার্থীদের কণ্ঠকে আরও জোরালোভাবে সমাজ ও জাতির সামনে উপস্থাপন করতে পারব।”
ফাহিম ফারুকীর প্রার্থিতা ইতোমধ্যে সহপাঠীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, লেখক, বিতার্কিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তার বহুমাত্রিক অভিজ্ঞতা মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
আরও পড়ুন:








