সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ, ভোট মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৩

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫৬

শেয়ার

ডাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ, ভোট মঙ্গলবার
প্রতিকি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার আজ শেষ দিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত তাদের শেষ মুহূর্তের প্রচারণা চালাতে পারবেন।

এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে এবং নির্বাচনকে আরও সুষ্ঠু করতে দ্বিতীয় দফায় বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুরুতে ৮টি কেন্দ্রে ৭১০টি বুথ নির্ধারণ করা হলেও, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তা ৮০টি বাড়িয়ে মোট ৮১০টি করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আরও দ্রুত এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ভোটগ্রহণের দিন, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এ ছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে।

এই সময়ে শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।

নির্বাচন উপলক্ষে যেকোনো ধরনের অপপ্রচার ঠেকাতে কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সঠিক তথ্যের জন্য শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/duadministration) এবং অন্যান্য অফিসিয়াল সাইটগুলো অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।



banner close
banner close