রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ডাকসু নির্বাচনের জরিপ নিয়ে নিরপেক্ষতা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৪০

শেয়ার

 

ডাকসু নির্বাচনের জরিপ নিয়ে নিরপেক্ষতা প্রশ্ন
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন সামনে রেখে দুটি জরিপ প্রকাশ করেছে 'সোচ্চার' 'ন্যারেটিভ' নামের দুটি সংগঠন। তবে এসব জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

জরিপ দুটির মধ্যে 'সোচ্চার' থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে ৯৯১ জন শিক্ষার্থীর মতামত সংগ্রহ করে। এতে শুধু ভিপি পদে কোন প্যানেল এগিয়ে, তা তুলে ধরা হয়। অপরদিকে, 'ন্যারেটিভ' ৩০ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫২৬ জন শিক্ষার্থীর ওপর জরিপ চালায় এবং সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করে।

তবে অভিযোগ রয়েছে, জরিপকারী প্রতিষ্ঠান দুটির সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সাবেক নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। উদাহরণস্বরূপ, ‘ন্যারেটিভ’-এর একাধিক আলোচনায় ছিলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক বর্তমান নেতৃবৃন্দ। একইভাবেসোচ্চার’-এর ঢাবি শাখার সভাপতি আনাস বিন মুনির এবারের ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত জোট থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন।

যদিও আনাস দাবি করেন, জরিপটি করেছে 'সোচ্চার' বাংলাদেশ শাখা, তিনি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং জরিপের সঙ্গে তাঁর সরাসরি সংশ্লিষ্টতা নেই।



banner close
banner close