মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

'সাদা দলের লোক নাই তাই প্রভোস্ট হয়েছি’—জবি হল প্রভোস্ট

জবি প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৫

শেয়ার

'সাদা দলের লোক নাই তাই প্রভোস্ট হয়েছি’—জবি হল প্রভোস্ট
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা বলেছেন, 'সাদা দলের লোক নাই তাই প্রভোস্ট হয়েছি।'

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক সাংবাদিকের সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'আগে ছাত্রলীগ ছিলো না? তারাই ভালো ছিলো, ধরে ধরে পিটাইতো। ঐটাই ঠিক ছিল।'

এ সময় সংবাদ প্রকাশের জন্য সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, 'ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে। নিউজের জন্য জবাবদিহি করবে। ওই আবার নিউজ করবে। এতো সময় নাই আমার সাংবাদিকদের সাথে কথা বলার।'

প্রভোস্ট আরও বলেন, 'এতো ঠেকা নাই আমার। নির্বাচন হলে তখন দলের (সাদা দল) অনেক লোক হবে। কেউ দায়িত্ব নিতে চাইলে তখনই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবো।'

এর আগে, হলের লাইব্রেরি থেকে বই চুরির ঘটনার প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলীকে ‘হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে মন্তব্য করেন অধ্যাপক আঞ্জুমান আরা। পরে রাত ১২টার দিকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওই সাংবাদিককে শৃঙ্খলা কমিটির সভায় হাজির হওয়ার নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, 'আমি বই চুরির বিষয়টি সম্পর্কে অবগত আছি। তবে সাংবাদিকের সাথে এরূপ আচরণের ঘটনা সম্পর্কে এখনও কিছু জানিনা। আমি বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছি। যদি সত্যিই এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।'



banner close
banner close