সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৫

শেয়ার

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
বহিষ্কৃত শিক্ষার্থী আলী হুসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে বহিষ্কার করেছে।

বুধবার ( সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এতে বলা হয়, ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ হুমকি দেওয়ার ঘটনায় ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রক্টরিয়াল অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। আলী হুসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার শ্রেণি রোল ৫৪, রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার ডাকসু নির্বাচনে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী ওই নারী প্রার্থীকে নিয়ে ফেসবুকেগণধর্ষণের পদযাত্রাকরার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দেন আলী হুসেন। পরে স্ট্যাটাসটি ভাইরাল হলে বিভিন্ন ছাত্রসংগঠন শিক্ষার্থী প্ল্যাটফর্ম তার বিচার শাস্তির দাবি তোলে।

মঙ্গলবার দিনভর ক্যাম্পাসে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি পৃথক কমিটি গঠন করা হয়।



banner close
banner close