মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচন; স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩৩

শেয়ার

ডাকসু নির্বাচন; স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র এই প্যানেল থেকে ভিপি (সহসভাপতি) পদে প্রার্থী উমামা ফাতেমা ওই ইশতেহার ঘোষণা করেন।

যেখানে ১১ প্রস্তাবনায় ৯০ দফা রাখা হয়েছে। সেগুলো হলো- ১. দলীয়করণমুক্ত ক্যাম্পাস: গণরুম, গেস্টরুম, সিট সংকট ও খাবারের সমস্যা সমাধান করে দলীয়করণ বন্ধ করা। জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ডকুমেন্টেশন ও বিচার নিশ্চিত করা। স্বচ্ছ ছাত্র রাজনীতি গড়তে সামাজিক চুক্তি ও নীতিমালা প্রণয়ন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতিস্তম্ভ সংস্কার। নিরপেক্ষ ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্তি। প্রতি বছর ডাকসু নির্বাচন ও গঠনতান্ত্রিক সংস্কার। বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন, বাজেট স্বচ্ছতা, ফি কমানো।

২. শিক্ষা, গবেষণা ও কারিকুলাম: গবেষণা বাজেট ২% থেকে ২০%-এ উন্নীতকরণ। Research & Innovation Fund সম্প্রসারণ, ডিজিটাল আর্কাইভ, থিসিস-ইন্টার্নশিপ বাধ্যতামূলক। স্মার্ট অবকাঠামো, ডিজিটাল লাইব্রেরি, ২৪ ঘণ্টা স্টাডি স্পেস। নিয়মিত সেমিনার-কনফারেন্স ও আন্তর্জাতিক সহযোগিতা। অফিসিয়াল ইমেইলে জার্নাল অ্যাকসেস। ক্রস-ডিপার্টমেন্ট কোর্স সিস্টেম। OBE কারিকুলাম চালু। Academic & Mental Wellness Center। শিক্ষার্থী ফিডব্যাক ভিত্তিক শিক্ষক মূল্যায়ন। সফটওয়্যার প্রশিক্ষণ, রেফারেন্সিং কোর্স। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল ও অডিওবুক। Introductory course বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং-চারুকলায় আধুনিক ল্যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস উন্নয়ন। থিসিস সাপোর্ট সেল।

৩. ক্যারিয়ার ও কর্মসংস্থান: পার্ট-টাইম চাকরি, প্রতিটি ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ, ক্যারিয়ার সেমিনার ও জব ফেয়ার বাধ্যতামূলক। উদ্যোক্তা মেলা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। মেন্টরশিপ প্রোগ্রাম। Startup Incubation Center ও Student Research & Startup Fund।

৪. ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি: ধর্মীয় উৎসবে পরীক্ষা না রাখা। আদিবাসী উৎসবে ছুটি। সংখ্যালঘু শিক্ষার্থীদের সুরক্ষায় স্থায়ী কমিটি। কেন্দ্রীয় উপাসনালয় নির্মাণ।

৫. নারীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস: যৌন নিপীড়ন সেল শক্তিশালী করা। আইনি সহায়তা সেল ও সাইবার সিকিউরিটি সেল। প্রক্টরিয়াল টিমের দক্ষতা বৃদ্ধি। Period leave, স্যানিটারি প্যাড মেশিন, ডে-কেয়ার সেন্টার। মেয়েদের হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি, নারী গেইটকিপার। অসুস্থ শিক্ষার্থীর দ্রুত চিকিৎসা। নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় সিসিটিভি ও পর্যাপ্ত আলো। নারী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন বাড়ানো।

৬. স্বাস্থ্য ও খাদ্য: হলে প্রশাসনিক ক্যান্টিন, ভর্তুকিযুক্ত খাবার। ফার্মেসি, স্টেশনারি, ন্যায্য মূল্যের বাজার। খাবার পানি ও ক্যান্টিনের মান পরীক্ষা। মেডিকেল সেন্টার আধুনিকায়ন, অ্যাম্বুলেন্স বৃদ্ধি। স্বাস্থ্যবীমা প্রসার, ই-হেলথ প্রোফাইল, ২৪/৭ মেডিকেল সাপোর্ট। প্রতিটি হলে ফার্মেসি।

৭. আবাসন: প্রত্যেক শিক্ষার্থীর জন্য ১ বিছানা-১ টেবিল নিশ্চিত করা। নবীনদের দ্রুত সিট প্রদান বা আবাসন ভাতা। নতুন নারী হলের রোডম্যাপ। হল ইন্টারনেট উন্নয়ন। ছারপোকা দমনে গবেষণা।

৮. পরিবহন: বাস ট্রিপ বৃদ্ধি, শাটল বাস সার্ভিস পুনরায় চালু। নতুন রুট চালু, ফিটনেসবিহীন বাস বন্ধ। ড্রাইভারদের অসদাচরণে ব্যবস্থা। ক্যাম্পাসে যানজট নিয়ন্ত্রণে নীতিমালা। উৎসব ও ছুটিতে বাড়তি বাস সার্ভিস।

৯. ডিজিটালাইজেশন: পুরো প্রশাসনিক-অ্যাকাডেমিক কার্যক্রম অনলাইনে। স্মার্ট নোটিশ বোর্ড, মোবাইল অ্যাপ, স্মার্ট কার্ড লেনদেন। ক্যাম্পাস ওয়াইড ফ্রি ওয়াইফাই। অ্যালামনাই ডেটাবেজ ও অ্যাপ। পরিবহন ট্র্যাকিং অ্যাপ।

১০. খেলাধুলা: মাঠ, কোর্ট ও জিমনেশিয়াম সংস্কার। ইনজুরিকালীন সহায়তা। রাজনৈতিক প্রভাবমুক্ত দল নির্বাচন। কোটাধারী ও সাধারণ খেলোয়াড়দের সমান সুযোগ।

১১. পরিবেশ ও স্যানিটেশন: ক্যাম্পাস পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং। সৌরশক্তি, বৃষ্টির পানি সংরক্ষণ। প্লাস্টিক কমানো। শব্দদূষণ নিয়ন্ত্রণ।

ওই সংবাদ সম্মেলনে অন্যান্যদের প্যানেলটির বিভিন্ন পদে মনোনীত প্রার্থীরা এসময় উপস্থিত ছিলেন।



banner close
banner close