চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নামোল্লেখ করে ও ৮০০ থেকে ১০০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একটি মামলা আর একটি জিডি করা হয়েছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে যা করার সব করছি। শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন দ্রুত ক্লাস-পরীক্ষায় ফেরে। শিক্ষার্থীদের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের এগিয়ে আসার আহ্বান।’
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার ভাড়া বাসায় এক নারী শিক্ষার্থী প্রবেশকে কেন্দ্র করে হেনস্তার ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর রাত পর্যন্ত ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন রবিবার (৩১ আগস্ট) এ সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নেয়। এতে আহত হন প্রোভিসি, প্রক্টরসহ কয়েকশ শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় রবিবার (৩১ আগস্ট) বিকাল থেকে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন। পরে সেটা ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়।
আরও পড়ুন:








