মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচন; রিটকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, হুমকিদাতার বিরুদ্ধে শিবিরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৪৪

আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৮

শেয়ার

ডাকসু নির্বাচন;  রিটকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, হুমকিদাতার বিরুদ্ধে শিবিরের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিটকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর দেওয়া ‘গণধর্ষণের হুমকিমূলক স্ট্যাটাস ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনা শুরু হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও প্রার্থী এস এম ফরহাদ। অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

অভিযোগে বলা হয়েছে, রিট আবেদনকারী ফাহমিদা আলমকে উদ্দেশ্য করে ফেসবুকে ওই হুমকিসূচক পোস্ট দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হুসেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় ছাত্র ইউনিয়নও পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবিরের কাছ থেকে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো টাস্কফোর্সে পাঠানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী টাস্কফোর্স থেকে ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close