সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চবি শিক্ষার্থীদের হামলার প্রেক্ষিতে চবি প্রশাসনের ১০ পদক্ষপ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩১

শেয়ার

চবি শিক্ষার্থীদের হামলার প্রেক্ষিতে চবি প্রশাসনের ১০ পদক্ষপ
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রেক্ষিতে চবি প্রশাসন দশটি পদক্ষেপ নিয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬ টায় চবি উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব পদক্ষেপ উপস্থাপন করেন।

এসময় সাংবাদিকদের সামনে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন এসব পদক্ষেপ উপস্থাপন করেন। ১০ পদক্ষেপের মধ্যে এগুলো হলো:

আহত সকল শিক্ষার্থীদের ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে এবং এখন পর্যন্ত আমরা সকল শিক্ষার্থীদের চিকিৎসার খরচ আমরা বহন করে আসছি; শিক্ষার্থীদের সু-চিকিৎসা মনিটরিং করার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়; শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনের জন্য সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়; রেল ক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়; আজকের মধ্যে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়; সংঘটিত ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়; পুরো পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের করণীয় ঠিক করার জন্য আগামীকাল বিকাল তিনটায় জরুরী সিন্ডিকেট সভা ডাকা হয়; বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট সংলগ্ন জোবরা এলাকার স্থানীয়দের সাথে সমন্বয় করার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়; পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স কার্যকর রাখার জন্য অনুরোধ করা হয়; বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একটি হটলাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান, উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপ ড. আবু তৈয়ব চৌধুরী ও প্রক্টরিয়াল বডি।



banner close
banner close