সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৩

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১৫

শেয়ার

ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট
হাইকোর্টের ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের আদেশে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১ সেপ্টেম্বর) এ আদেশ দেন হাইকোর্ট।

তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১৫ জন, অন্যান্য পদে ৯ থেকে ১৪ জন প্রার্থী মনোনীত হয়েছেন এছাড়া ১৮টি হলে ১৩টি পদে চূড়ান্তভাবে ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। একইসঙ্গে ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে শেষ পর্যন্ত ডাকসুর ২৮ পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছিল।



banner close
banner close