সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

চবি শিক্ষার্থী-স্থানীয়দের আবারো সংঘর্ষ; প্রক্টর ও সাংবাদিকসহ আহত অনেকে

চবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৪:১৫

শেয়ার

চবি শিক্ষার্থী-স্থানীয়দের আবারো সংঘর্ষ; প্রক্টর ও সাংবাদিকসহ আহত অনেকে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং এক সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে রোববার দুপুর ১২টার দিকে সমঝোতার চেষ্টা চালানো হলে উভয় পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার সময় ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহতদের মধ্যে একজন রয়েছেন সাংবাদিক রয়েছে, যিনি নিজের পরিচয় জানানোর পরও হামলার শিকার হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও আহত হন এবং তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়া হয়।

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. লিখন রাজ বলেন, ‘শনিবার রাতে আমাদের ওপর হামলা চালানো হয়। রবিবার দুপুরে আমরা সমঝোতার জন্য গেলে তারা আবারো হামলা চালায়। এতে আমাদের অনেকেই আহত হয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, এবং শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে।



banner close
banner close