সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৩:০৬

শেয়ার

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কার্যালয় তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন তুলতে আসলে বাঁধা দেন তারা। এতে কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদল। এ সময় ধাক্কাধাক্কিতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার বেলা ১১টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়ন তুলতে আসেন। এ সময় মুখোমুখি অবস্থান করতে নিতে দেখা গেছে তাদের। পাল্টাপাল্টি স্লোগান দিতেও দেখা গেছে।

আহত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।



banner close
banner close