চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
এবারের নির্বাচনে ৫৪টি বিভাগের ২৫,৭৫২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ১২ অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে এক সেপ্টেম্বর, চূড়ান্ত তালিকা ১১ সেপ্টেম্বর। প্রার্থীদের মনোনয়ন জমা, যাচাই-বাছাই ও তালিকা প্রকাশসহ পুরো প্রক্রিয়া শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
তফসিল ঘোষণার পর ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন সক্রিয় হয়ে উঠেছে। তবে চাকসুর গঠনতন্ত্র নিয়ে কিছু শিক্ষার্থীর আপত্তি রয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদ অন্তর্ভুক্ত না থাকায় তারা হতাশা প্রকাশ করেছেন।
এদিকে কেন্দ্রীয় সংসদের পাশাপাশি ১৪টি হলে অনুষ্ঠিত হবে হলসংসদ নির্বাচন।
আরও পড়ুন:








