ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও তখনকার ঘটনায় অভিযুক্তদের বিচার করা হয়নি। অথচ সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের আজও রক্তাক্ত করা হচ্ছে। ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার বিচার আমরা চাই। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টাকে এ ঘটনার দায় নিতে হবে।”
এ সময় শিক্ষার্থীরা “কোটা না মেধা, মেধা মেধা”, “ডিপ্লোমা কোটার কবর দে”, “ডিপ্লোমারা টেকনিশিয়ান”, “ডিপ্লোমা কোটা নো মোর”— এমন নানা স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন।
বক্তারা আরও বলেন, “একদিকে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে, অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোটা বহালের দাবিতে সড়ক অবরোধ করছেন। যদি কোটা রাখতে হয়, তবে গত বছরের গণঅভ্যুত্থান কেন হয়েছিল? যেভাবেই হোক এই কোটা প্রথা বাতিল করতে হবে।”
শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।”
শিক্ষার্থীদের তিন দফা দাবি:
সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে।
উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি গ্র্যাজুয়েটদেরও নিয়োগের সুযোগ রাখতে হবে।
বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যেন ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে না পারে— এর জন্য আইনি পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন:








