সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে জবির বহিষ্কৃত শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ২২:৩২

শেয়ার

নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে জবির বহিষ্কৃত শিক্ষিকা
ছবি সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাময়িক বহিষ্কৃত বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুন ক্যাম্পাসে অবাধ বিচরণ করেছেন। নিষেধাজ্ঞার মাত্র একদিন পরেই তার উপস্থিতি নিয়ে ক্যাম্পাসে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, ক্যাফেটেরিয়া ও কাঁঠালতলা এলাকায় তাকে ঘুরতে দেখা যায়।

একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, 'সাময়িক বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞার ২৪ ঘণ্টাও না পেরোতেই ক্যান্টিনের সামনে ফেরদৌসী খাতুন ম্যাডামকে দেখে আমি হতবাক হয়ে যাই। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে তার এই কর্মকাণ্ড প্রমাণ করে তিনি কতটা দায়িত্বজ্ঞানহীন। আর প্রশাসনের কাজ শুধু বিজ্ঞপ্তি প্রকাশেই সীমাবদ্ধ, যা দুঃখজনক।'

এ বিষয়ে ড. ফেরদৌসী খাতুনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, 'তার এই আচরণই প্রমাণ করে আমাদের সিদ্ধান্ত কতটা যৌক্তিক ও ন্যায্য ছিল। কারণ, বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার ও প্রবেশ নিষেধাজ্ঞা জারির পরও তার এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত বিব্রতকর। নিষেধাজ্ঞা অমাননার বিষয়টি পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মিটিংয়ে থাকার কথা জানান। তবে পরবর্তীতে একাধিকবার কল দিলেও তারা ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৬ আগস্ট) নিয়োগে অনিয়ম, নিয়মিত ক্লাস না নেওয়া, পরীক্ষার খাতা মূল্যায়নে স্বেচ্ছাচারিতা, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অনৈতিক কার্যকলাপসহ নানা অভিযোগে ফেরদৌসী খাতুনকে সাময়িক বহিষ্কার করে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।



banner close
banner close