তিন দফা দাবিতে আন্দোলনে নামা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রাজধানীর শাহবাগে। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার বিকেলে শিক্ষার্থীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতরা হলেন, বুয়েট শিক্ষার্থী নাবিদ, শাহাদাৎ, নাভিদ, রুয়েট শিক্ষার্থী রিজন এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিব।
আহত শিক্ষার্থী রিজন জানান, ‘তিন দফা দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে যাত্রা করছিলাম। কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই দাবির পক্ষে শুধু বুয়েট নয়, দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক হয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি দুজন কিছু সময় জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তবে কারও অবস্থা গুরুতর নয়।’
শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের যাত্রা বাধাগ্রস্ত করা হয়েছে।
আরও পড়ুন:








