রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আগামী বছর এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ০৭:০৬

শেয়ার

আগামী বছর এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করেছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। তবে অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত প্রকাশিত সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে, যেসব শিক্ষার্থী ২০২৫ সালের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, অথবা ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে চায়, তাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস প্রযোজ্য হবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালে নবম শ্রেণিতে পড়া শিক্ষার্থীদের জন্য প্রণীত নতুন কারিকুলাম বাতিল করে সরকার পুরনো ২০১২ সালের সৃজনশীল কারিকুলামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে এই শিক্ষার্থীরা শুধু দশম শ্রেণিতে ওই কারিকুলাম অনুসরণ করেছে। এজন্য তাদের জন্য এক বছরের উপযোগী সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে।

বিষয়ে এনসিটিবির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক . রবিউল কবির চৌধুরী বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এক বছরের ভিত্তিতে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



banner close
banner close