বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

শিবির সমর্থিত প্রার্থীর ব্যানার ভাঙচুরের ঘটনায় ‘তোহান মজুমদার’ নামে এক শিক্ষার্থীর শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ২০:৫০

শেয়ার

শিবির সমর্থিত প্রার্থীর ব্যানার ভাঙচুরের ঘটনায় ‘তোহান মজুমদার’ নামে এক শিক্ষার্থীর শনাক্ত
ছবি সংগৃহীত। তোহান মজুমদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরসমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার ভাঙচুরের ঘটনায় একজনকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনাক্ত হওয়া অভিযুক্ত শিক্ষার্থীর নাম তোহান মজুমদার।

মঙ্গলবার সন্ধ্যায় কলা অনুষদের সহকারী প্রক্টর ইসরাফিল প্রাং এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্তের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুধু ব্যানারটি সরিয়েছি। ভাঙচুরের কাজ আমি করিনি। ভাঙচুরের ঘটনায় আমি জড়িত ছিলাম না।

এদিকে শিবির সমর্থিত প্রার্থীর ব্যানার ভাঙচুর-ছবি বিকৃতির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তাদের অভিযোগ, এই ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য নির্বাচনী প্রচারণাকে ব্যাহত করা এবং ধর্মীয় ও ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করা।

জোট আরও জানিয়েছে, এমন আচরণ পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির অংশ। তারা দ্রুত তদন্ত এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘটনার তদারকি করছে এবং সকল প্রাসঙ্গিক পক্ষের বক্তব্য গ্রহণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

জোট চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং বলেছেকোনো কুচক্রী মহল তাদের ঐক্য ভাঙতে পারবে না।



banner close
banner close