রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়াসহ তিন দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ০০:০০

শেয়ার

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়াসহ তিন দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ছবি: বাংলা এডিশন

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়াসহ তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর এবার রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান ছিল। শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, তারা শাহবাগ মোড় ত্যাগ করবেন না।

বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এক আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, রাত ৮টার মধ্যে উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারী দেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে; ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এর আগে, ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ৩ দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় প্রকৌশলী অধিকার আন্দোলন নামক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স

কর্মসূচির ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা।



banner close
banner close