রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

প্রচারণার প্রথম দিনেই শিবিরের ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৭:৫৩

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১৮:৪৮

শেয়ার

প্রচারণার প্রথম দিনেই শিবিরের ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নিজেদের প্রচার করছেন। তবে, প্রচারণার প্রথম দিনেই চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে শিবির সমর্থিত এই জোট ব্যানার টানিয়ে প্রচারণা শুরু করে। কিন্তু চারুকলা অনুষদে তাদের পূর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত ফেস্টুনটি টানানোর কিছুক্ষণের মধ্যেই টেনে হিঁচড়ে সেটি ফেলে দেওয়া হয়। একই সঙ্গে ছবিগুলো বিকৃত করা হয়েছে এবং হিজাব পরিহিত ছবিকে বিকৃত করতেও দেখা গেছে। যদিও এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ডাকসুর আচরণবিধি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার সামগ্রী যেমন পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের কোনো ক্ষতি করা যাবে না।

এ প্রসঙ্গে ঢাবি শাখা শিবিরের সভাপতি এবং জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। এটা ছাত্রলীগের কাজও হতে পারে অথবা অন্য কারো কাজও হতে পারে।

তিনি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনকেই খুঁজে বের করতে হবে কারা এই কাজ করছে। খুঁজে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

অন্যদিকে, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেছেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার প্রেক্ষিতে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামি ছাত্রশিবির।



banner close
banner close