ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনের ২১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। সেমবার বিকেল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ডাকসু চিফ রিটার্নিং অফিসার জসিম উদ্দিন।
তিনি বলেন, এখন পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই ২১ জন স্বেচ্ছায় প্রত্যাহার করেছে। এখন শুধু প্রত্যাহর করলেই হয়না, আবেদনের সঙ্গে মিলিয়ে দেখতে হয়। তাই কিছুটা সংখ্যা বাড়তে পারে।
এর আগে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারের সময় পান। এর আগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জন আবেদন করলে আপিলের রায়ে সবাই প্রার্থিতা ফিরে পান।
আরও পড়ুন:








