রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচন: সাইবার বুলিং প্রতিরোধ ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পদক্ষেপ, বিটিআরসিকে চিঠি

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৭:৪৩

শেয়ার

ডাকসু নির্বাচন: সাইবার বুলিং প্রতিরোধ ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পদক্ষেপ, বিটিআরসিকে চিঠি
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে। এতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ সহ আরো কয়েকটি চিহ্নিত অনলাইন পেইজ অনতিবিলম্বে বন্ধ করে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তা বলবৎ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে নারী প্রার্থীসহ একাধিক প্রার্থী সাইবার বুলিংয়ের অভিযোগ তোলে। এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থাগ্রহণের কথাও জানানো হয় প্রার্থীদের পক্ষ থেকে।



banner close
banner close