সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পদোন্নতিও রাজনৈতিক বলয়ে হয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১৮:৩২

শেয়ার

‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পদোন্নতিও রাজনৈতিক বলয়ে হয়’
ছবি সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পদোন্নতিও রাজনৈতিক বলয়ের মধ্য দিয়ে হয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার দুপুরে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু এখানকার শিক্ষকরা রাজনৈতিক প্রভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারেন না। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পদোন্নতিও রাজনৈতিক বলয়ের মধ্য দিয়ে হয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উদ্দেশ্য পূরণ হচ্ছে না।

তিনি আরও বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীর জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেয়, একাডেমিক উৎকর্ষ সাধনে সহযোগিতা করা, তাকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নৈতিকতার ভিত্তি তৈরি করা। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো এমন জায়গা হোক যেখানে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে প্রকৃত মানুষ তৈরি হবে।

অনুষ্ঠানে সংগঠনটির শাবিপ্রবি শাখার বর্তমান সভাপতি তারেক মনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদ রানা তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুজন, দেলোয়ার হোসেন শামীম, সলিম আহমেদ আজগর ও জাহেদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শাবিপ্রবি শাখার বর্তমান সভাপতি তারেক মনোয়ার বলেন, ইসলামী ছাত্রশিবির দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক রাজনীতি নিষিদ্ধ করেছেন। তারপর থেকে আমরা দলীয় ব্যানারে কোনো দিন কার্যক্রম পরিচালনা করিনি। কিছু দিন আগেও আমরা দুই লাখ টাকা বৃত্তি দিয়েছি। চাইলে ক্যাম্পাসে বড় প্রোগ্রাম করতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। ছাত্রশিবির কখনো ক্ষমতার রাজনীতি করে না। আমরা শৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।



banner close
banner close