সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

জকসুসহ দুই দফা দাবি: শিক্ষার্থীদের ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচির হুশিয়ারি

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১৯:১০

শেয়ার

জকসুসহ দুই দফা দাবি: শিক্ষার্থীদের ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচির হুশিয়ারি
ছবি বাংলা এডিশন

সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা অনুমোদন ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।

আন্দোলনকারীরা জানান, আগামী রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার মধ্যে বিশেষ সিন্ডিকেট সভা ডেকে জকসুর নীতিমালা অনুমোদন ও সম্পূরক বৃত্তি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া না হলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়ে “ব্রেক দ্য সাইলেন্স কর্মসূচি পালন করা হবে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সভাপতি একেএম রাকিব। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হল নেই। প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য সম্পূরক বৃত্তির দাবিতে আমরা গত মে মাসে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করি। সরকার বাজেটে এ বিষয়টি অন্তর্ভুক্ত করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, “পাঁচ আগস্ট নতুন প্রশাসন দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত জকসুর নীতিমালা চূড়ান্ত করতে পারেনি। অথচ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। প্রশাসনের এ গড়িমসির কারণে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রবিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে দাবি পূরণ না হলে ‘ব্রেক দ্য সাইলেন্স কর্মসূচির আওতায় ভিসি ভবনের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, দাবি আদায়ে শিক্ষার্থীরা গত মঙ্গল শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি এবং বুধবার দেয়াল লিখন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার ছিল আন্দোলনের তৃতীয় দিন।



banner close
banner close