সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ছবিসহ ব্যালট চাইলো ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১৫:০১

শেয়ার

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ছবিসহ ব্যালট চাইলো ছাত্র অধিকার পরিষদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি ছবিও ব্যালট পেপারে সংযুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ দাবি জানান।

তিনি বলেন, ভোটারদের পক্ষে একসঙ্গে ৪১ জন প্রার্থীর নাম ও নম্বর মনে রাখা কঠিন। তাই বিভ্রান্তি এড়াতে ব্যালটে স্পষ্ট ছবি থাকা জরুরি। নারীদের যেনো স্বাচ্ছন্দ্যমতো ছবি দেয়ার সুযোগ রাখা হয়, এমন দাবিও জানান তিনি।

বিন ইয়ামিন ভিপি পদে ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজারের প্রার্থীতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তার বিরুদ্ধে পূর্বের ফৌজদারি অপরাধের প্রসঙ্গ উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছবি না থাকলে ও সন্ত্রাসীরা নির্বাচনে অংশ নিলে তারা আবার আন্দোলনে নামবেন।

সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন শিক্ষার্থীদের খাদ্য, আবাসন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নিয়মিত ডাকসু নির্বাচন ও গবেষণাভিত্তিক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করার কথা বলেন।

এজিএস প্রার্থী রাকিবুল ইসলাম ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রোদ-বৃষ্টি থেকে রক্ষা ও পর্যাপ্ত জায়গা, স্ট্যান্ড ফ্যানসহ আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।’



banner close
banner close