জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা দেয়াল লিখন কর্মসূচি পরিচালনা করেছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রঙতুলি হাতে শিক্ষার্থীরা দেয়ালে লিখেছেন নানা স্লোগান— ‘জকসু কবে?’, ‘জকসু দিতে কিসের ভয়!’, ‘চেয়ার যাওয়ার শঙ্কা হয়?’, ‘বৃত্তি চাই, বৃত্তি আমার অধিকার’ ইত্যাদি।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। একাধিকবার প্রশাসনের কাছে দাবি পেশ করা হলেও এখনও পর্যন্ত জকসু আইনের নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে কালক্ষেপণ করে তাদের অধিকারকে উপেক্ষা করা হচ্ছে।
জবি শিক্ষার্থী নাজমুল ইসলাম জানান, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে বারবার প্রশাসনের প্রহসনের শিকার হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন (জকসু) ও সম্পূরক বৃত্তি আমাদের ন্যায্য দাবি। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আন্দোলন আরও তীব্র হবে।’
আরেক শিক্ষার্থী জবি শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, ‘আমরা যারা এখানে পড়াশোনা করি, তাদের জন্য ছাত্র সংসদ শুধু রাজনীতির বিষয় নয়, এটা আমাদের অধিকার। জকসু থাকলে শিক্ষার্থীদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরার একটা প্ল্যাটফর্ম থাকত।’
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তানজিল বলেন, ‘জকসু সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। প্রশাসন নীতিমালা তৈরি করলেও সেটি এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। প্রতিশ্রুতি দিয়েও তারা কোনো আশ্বাস দেয়নি। এই অবহেলার প্রতিবাদ হিসেবেই আমরা দেয়াল লিখন শুরু করেছি।’
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার শিক্ষার্থীরা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন:








