সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৩:৫৯

শেয়ার

মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
ছবি বাংলা এডিশন

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল কবীর, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল-আমিন বকুল, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন এবং পৌর আমির সোহেল রানা ডলার।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, পৌর শিবির সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি কামরুল ইসলাম নাহিদ, মুজিবনগর উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু তালহা এবং জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ইসলামী সংগীত ও নাটক পরিবেশনের পর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সঞ্চালনা করেন মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইদুর ইসলাম।



banner close
banner close