সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা–পাবনা মহাসড়কে এ সেমিনারের আয়োজন করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ। আলোচনা করেন পরিকল্পনা কর্মকর্তা চন্দ্রন মন্ডল, গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না পাওয়ায় সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সমস্ত শর্তপূরণ ও প্রয়োজনীয় প্রমাণপত্র সরবরাহের পরও মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি অনুমোদন না পাওয়া হতাশাজনক। বারবার প্রস্তাব সংশোধনের পরও অনুমোদন না দেওয়ায় এ নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
আরও পড়ুন:








