ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণ আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এবার ফরমের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
এ দিকে মনোনয়ন সংগ্রহ জমাদানে নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন। ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
যেখানে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫' অনুযায়ী প্রার্থীকে সশরীরে মনোনয়ন পত্র সংগ্রহ এবং দাখিল করতে হবে। মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
উল্লেখ্য, ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ আগস্ট থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এর মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাছাই শেষে ২১ আগস্ট প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে। চারদিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষে ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং সবশেষ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ওইদিনই হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফলাফল সিনেট ভবনের সিনেট সভাকক্ষে ঘোষণা করা হবে।
আরও পড়ুন:








