বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য ঘোষিত নীতিমালায় বিসিএস শিক্ষা ক্যাডারের স্বতন্ত্র বিভাগের সঙ্গে পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান মুন্না, আমরা এখানে নিজেদের জন্য দাঁড়াই নি। আমরা দাঁড়িয়েছি সারাদেশের বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য দাঁড়িয়েছি। বাংলা বিভাগের শিক্ষার্থীদের বলব, আপনারা সবাই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই প্রহসন ব্যর্থ করে দিন। আমরা ’২৪ এ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আবার কোন বৈষম্য নতুন করে ঠাঁই দেবো না, জয় আমাদের হবেই।
বিষয় যার ক্যাডার তার এমন প্রসঙ্গ টেনে একই বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক ইবনে মোহাম্মদ বলেন, এটা বাংলা বিভাগের চক্রান্ত। অনায্য যে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটি কালবিলম্ব না করে অনায্য সিদ্ধান্ত থেকে দূরে সরে আসতে হবে। শুধু বাংলা বিভাগ না, সকল মৌলিক সাবজেক্টগুলোর রয়েছে তাদের পক্ষেও আমরা কথা বলছি। শিক্ষা ও বাণিজ্য না যে কাউকে শিক্ষা ক্যাডার বানিয়ে দিলাম। দূর পাল্লার যানবাহনের জন্য দক্ষ চালক দরকার হয়, একইভাবে যানবাহনে অদক্ষ চালক হয় তাহলে সেখানে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। একইভাবে শিক্ষার মধ্য একটি জায়গায় অদক্ষ লোক আমরা চাই না, আমরা চাই দক্ষ লোক। তাই সাবজেক্ট যার, ক্যাডার তার।
সমাবেশে সংহতি জানিয়ে বাংলা বিভাগের শিক্ষক উপল তালুকদার বলেন, এক বিভাগের সঙ্গে অন্য বিভাগ অন্তর্ভুক্ত করলে সেই বিভাগের স্বকীয়তা ও স্বাতন্ত্র্য নষ্ট হয়। এতে হ-য-ব-র-ল পরিস্থিতির সৃষ্টি হয়। আমি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।
এসময় সমাবেশ থেকে শিক্ষার্থীরা শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগে অন্যান্য বিভাগের অন্তর্ভুক্তি বাতিল ও পিএসসি সংস্কারের দাবি জানানো হয়। সমাবেশে শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফর, নেপোটিজম নো মোর’, ‘স্বতন্ত্র শিক্ষা ক্যাডার, রক্ষা করো, রক্ষা করো’, ‘সাবজেক্ট যার, ক্যাডার তার’সহ নানা স্লোগান দিতে থাকেন।
এর আগে গতকাল রোববার রাষ্ট্রবিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীদের দাবি, স্বতন্ত্র বিভাগের শিক্ষার্থীরাই যেন সংশ্লিষ্ট শিক্ষা ক্যাডারে সুযোগ পায়। যদি অন্য বিষয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অন্তর্ভুক্তি করা হলে, এতে একধরনের অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে। যার ফলে বৈষম্য সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন:








