সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ইবিতে পরীক্ষার দাবিতে আল ফিকহ বিভাগের শিক্ষার্থীদের অবস্থান, অফিসে তালা

ইবি প্রতিনিধি:

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৮:২৬

শেয়ার

ইবিতে পরীক্ষার দাবিতে আল ফিকহ বিভাগের শিক্ষার্থীদের অবস্থান, অফিসে তালা
ছবি সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের নিচতলায় শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন। এ সময় তারা বিভাগের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, গত ৭ জুলাই চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হলেও এক মাস অতিবাহিত হয়েছে; এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল ২৮ জুন, কিন্তু তা অনুষ্ঠিত হয়নি। ফলে তারা সেশনজটের মুখে পড়েছেন। আইন অনুষদের অন্যান্য বিভাগ নির্ধারিত সময়ের মধ্যে অনার্স কোর্স শেষ করলেও, আল ফিকহ বিভাগের শিক্ষার্থীরা প্রথম সেমিস্টারের ফলাফল ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার তারিখ থেকে বঞ্চিত রয়েছেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘দাবি মোদের একটাই, ফোর-টু-এর পরীক্ষা চাই’, ‘ডেট নিয়ে প্রহসন, চলবে না চলবে না’, ‘মিষ্টি কথায় মিটবে না, ১৯-২০ সেশনের যন্ত্রণা’ ইত্যাদি।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার তারিখ ঘোষণা এবং প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, “ফলাফল দ্রুত প্রকাশের জন্য কাজ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে শিক্ষকদের সঙ্গে জরুরি সভা আহ্বান করা হয়েছে।”



banner close
banner close