সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১১:৫৮

শেয়ার

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ছবি সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। ধোপাকান্দি এলাকায় তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার আট বছর পার হলেও বিশ্ববিদ্যালয়টি এখনো ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। সাত দফায় ডিপিপি সংশোধন করে প্রকল্প ব্যয় ৯ হাজার ২৩৪ কোটি টাকা থেকে প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় আনা হলেও তা একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রতি অবিচার করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

মহাসড়ক অবরোধের কারণে চারটি রুটে হাজারো পরিবহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন অবরোধ করে বিক্ষোভ করছে।



banner close
banner close