সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

বেরোবিতে নবীনদের জন্য কঠোর সতর্কতা: র‌্যাগিংয়ে শাস্তি স্থায়ী বহিষ্কার

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১১:৪৩

শেয়ার

বেরোবিতে নবীনদের জন্য কঠোর সতর্কতা: র‌্যাগিংয়ে শাস্তি স্থায়ী বহিষ্কার
ছবি সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রোববার (১০ আগস্ট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে স্থায়ী বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন প্রক্টর ফেরদৌস রহমান।

শনিবার (৯ আগস্ট) রাতে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রক্টর ফেরদৌস রহমান বলেন, “র‌্যাগিং নয়, সহানুভূতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই হোক বেরোবিয়ানদের পরিচয়।” তিনি র‌্যাগিংকে মানসিক ব্যাধি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করেন।

প্রক্টর জানান, গত বছরের মতো এবারও ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির টহল জোরদার করা হবে এবং র‌্যাগিং প্রতিরোধে বিশেষ টিম গঠন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, র‌্যাগিং বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতি হলো ‘জিরো টলারেন্স’। কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে শৃঙ্খলা কমিটির মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গতবারের মতো এবারও আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোতে অভিযোগ বক্স রাখা হবে, যেখানে যে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি প্রক্টর অফিসের যোগাযোগ নম্বরও সরবরাহ করা হবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন।



banner close
banner close