“আমরা সবাই এক হবো, আলোকিত সমাজ গড়বো” প্রতিপাদ্যে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত, উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং বিশেষ সাফল্যপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)। শনিবার দুপুরে শহরের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ইনজামুল হক তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সাব্বির আহমেদ। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম নজরুল কবির।
অনুষ্ঠান শেষে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪২৫ জন শিক্ষার্থী, উচ্চশিক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন এবং জেলার দুইজন বক্সারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মেসডা দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলায় শিক্ষা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। অনুষ্ঠানে মনির হায়দার বলেন, “জীবনের চূড়ান্ত লক্ষ্য জীবনের স্বার্থকতা। আমার জন্য যদি অন্য কেউ উপকৃত হয়, সেটাই প্রকৃত স্বার্থকতা।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
আরও পড়ুন:








