মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজকে রাজনীতিমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা জানান, সম্প্রতি কলেজে ছাত্রদলের নেতৃত্বে একটি কমিটি ঘোষণা করা হয়েছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। প্রতিষ্ঠাকাল থেকেই এ কলেজটি একটি রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। তবে এখন দলীয় প্রভাব বিস্তারের অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মানববন্ধনে শিক্ষার্থীরা যেসব দাবির কথা তুলে ধরেন, তার মধ্যে উল্লেখযোগ্য—
কলেজকে সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত রাখার নিশ্চয়তা
সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
কমিটিতে থাকা শিক্ষার্থীদের তিন কার্যদিবসের মধ্যে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর লিখিত আবেদন
কলেজ চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা
ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন
নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি গার্ড নিয়োগ
মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা
শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে কলেজের পূর্বের সুনাম পুনরুদ্ধার
সার্বিক মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ
শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা
বক্তারা আরও বলেন, কোনো অবস্থাতেই কলেজে সন্ত্রাস বা দলীয় রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সতর্ক করেন তারা।
আরও পড়ুন:








